Spoken rule, Use of Still, Yet & already


Use of Still, Yet & already………..
>> Still (এখনওপর্যন্ত)

হা-বোধক বাক্য কোন কাজ এখনো চলছে বুঝালে….
Example
Do you still live at Lalbag?
তুমি কি এখনও লালবাগে থাক?
My father is still alive.
আমার বাবা এখনো বেচে আছে
Do you still interested to him?
তুমি কি এখনো তার প্রতি আগ্রহী?
Do you still hate me?
তুমি কি এখনো আমাকে ঘৃণা কর?
I’m still waiting for you
আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি
He is 40 years old, and he is still unmarried.
তার বয়স ৪০, এখনো সে অবিবাহিত
>> Yet (এখনওপর্যন্ত)
না-বোধক বাক্য কোন কাজ এখনও শুরু হয়নি বুঝালে….…..
Example
Why didn’t you go yet?
তুমি এখনও যাওনি কেন?
Haven’t you slept yet?
তুমি এখনো ঘুমাওনি?
I haven’t finished it yet
আমি এখনো এটা সম্পন্ন করিনি
I haven’t reached office yet
আমি এখনো অফিসে পৌছিনি
He didn’t buy a phone yet
সে এখনো একটা ফোন কিনে নাই
Rumi couldn’t finish the work yet
রুমি এখনো কাজটা শেষ করতে পারে নাই
>> Already- (এর মধ্যে)
কাজ ইতিমধ্যে শেষ হয়েছে….
Example
আমি ইতিমধ্যে বইটি পড়েছি
I have already read the book.
তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ?
Did you already have your launch?
তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি
Be quick, we are already late.

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.