Spoken rule, It is I, you, he who
It is I, you, he who………
বাংলা বাক্যে “ই” সহযোগে বাক্য, যেমনঃ (আমিই, তুমিই, সেই ইত্যাদি)
Structure: It is + subject যেমন-
I/you/he/she etc. + who + am, is, are etc. + Extension.
Example:
✪ আমিই তোমার প্রকৃত বন্ধু
It is I who am your real friend.
✪ তুমিই সে যাকে আমি খুঁজছিলাম
It is you whom I was looking for.
✪ আমিই তাকে এমনটা বলেছিলাম
It is I who told him so.
✪ আল্লাহ্ই সবকিছু সৃষ্টি করেছেন।
It is Allah who has created everything.
✪ তুমিই আমার মোবাইল চুরি করেছ
It is you who have stolen my mobile.
✪ টুম্পাই আমাকে যেতে বলেছিল
It is Tumpa who told me to go
✪ এই মাঠেই আমি খেলতাম
It is this playground where I used to
play.
✪ এই মেয়েটিকেই আমার মনে ধরেছে।
It is the girl who has got fancy for me.
✪ একদিন তুমিই কষ্ট ভোগ করবে
It is you who will suffer one day
✪ এই রেষ্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম
It is the restaurant where we came for
dinner.
✪ এটিই সেই মোবাইল যেটা আমি ভেঙ্গে ফেলেছিলাম
It is the mobile which I had broken
✪ রিফাতই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র
It is Rifat who is the talented student
in the class.
✪ এই হচ্ছে সিমা যার কথা তোমাকে বলেছিলাম
It is Sema who I told about her.
✪ এটাই তোমার মেবাইল ফোন যেটি মেরামত করা হচ্ছে
It is your mobile phone which is
repairing.
✪ তুমিই আমার মন ভেঙ্গেছো
It is you who have broken my heart
✪ তুমিই আমাদের ইংরেজি ভীতি দূর করেছো
It is you who has broken our scary in
English.
No comments