ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ৩৫তম ক্লাস

৩৫তম ক্লাস
Vocabulary Word List #11
angle = কোণ , বাঁকা গতিপথ , দৃষ্টিকোণ , মাছধরার সরঞ্জাম
ant = পিপীলিকা , পিঁপড়ে
apple = আপেল (N)
arch = খিলান , খিলেন , খিলনাকৃতি তোরণ , খিলানের মতো কোনো কিছু
arm = বাহু , ভুজ , হাত , হস্ত , চতুষ্পদ প্রাণীর সামনের পা , অস্ত্রশস্ত্র
army = ফৌজ , সৈন্যবাহিনী , সংঘ , সংগঠন , বিপুল বা বিরাট সংখ্যা
baby = শিশু , বাচ্চা , কোলের ছেলে , কচি ছেলে , শিশুসুলভ হাবভাবসম্পন্ন বয়স্ক লোক, বুড়ো খোকা , খুকি
bag = থলি , ঝুলি , ব্যাগ , কোনো কিছু দখল করা, হাতানো , ঝলঝল বা ঢলঢল করা
ball = বল (N), গোলক (N), ডেলা (N), গুলি (N), যে কোন গোল বস্তু(N), গোলা (N), গেঁড়ুয়া (N), গেঁড়ু (N), বর্তুল (N), দলা (N), পিণ্ড (N), খেলিবার বল (N), উপগ্রহ (N), বলনিক্ষেপ (N), গ্রহ (N), গোল (N), ভূমণ্ডল (N), খেলিবার ঘুঁটি (N), দেহেরযে কোন গোলাকার অংশ (N), দলা পাকান (V), বর্তুলাকারে পরিণত হত্তয়া (V), বর্তুলাকারে পরিণত করা (V), পিণ্ডীভূত করিয়া বাধার সৃষি্ট করা (V), পিণ্ডীভূত হইয়িা বাধারসৃষি্ট করা (V)
band = বন্ধনী , বাঁধন , ফিতে , কোন জিনিসে চ্যাপ্টা সরু ফালি , কোন কিছুর উপরস্থ রঙিন সরু ডোরা , মেশিনের বেল্ট , সংঘ
basin = ধাতুর বা চীনামাটির তৈরি গামলা জাতীয় পাত্র, জলজমা নিম্নভূমি , গোলাকার বা ডিম্বাকৃতি উপত্যকা , নদীরঅববাহিকা
basket = ঝুড়ি(N), সাজি (N), টুকরি (N), ডালা (N), ডালি (N), ত্তড়া (N), করণ্ড (N), কণ্ডৌল (N)
bath = স্নান
bed = বিছানা (N), খাট (N), শয্যা (N), তল (N), গদি (N), স্তর (N), সেজ (N), শয়নস্থান (N), ঘুমাইবার স্থান (N), জাজিম (N), পালঙ্ক (N), দাম্পত্য জীবন (N), পীঠিকা (N), আস্তর (N), নদীর গতিপথ (N), আস্তরণ (N), নদীর খাত (N), পলি (N), নদীর সমুদ্র হ্রদপ্রভৃতির গর্ভ (N), নদীরসমুদ্র হ্রদ প্রভৃতির তলদেশ (N), পিছানায় শোয়ান (V), ঘুম পাড়ান (V), গদি আঁটা (V), শয্যা জোগান (V), স্তরীভূত করা (V), রোপণকরা (V), শয়নতে যাত্তয়া (V), ঘুমাইতে যাত্তয়া (V)
bee = মৌমাছি
bell = ঘন্টা , ঘন্টার মতো আকৃতিযুক্ত কোনো কিছু , হরিণের ডাক
berry = আঁটিহীন ছোটো রসালো ফল , চিংড়িমাছের ডিম , মালকড়ি
bird = পাখি
blade = ছুরি, তরোয়াল, বাটালি প্রভৃতির ধারালো দিক , কোদাল, বেলচা ব্যাট ইত্যাদির চ্যাটালো অংশ , তরোয়াল , চনমনে
board = কাঠের তক্তা , পাটাতন , শক্ত মোটা কাগজ , সমিতি , আরোহণ করা
boat = নৌক , জাহাজ
bone = অস্থি , দেহ , মূল অংশ , আলাদা করা , মেরে দেওয়া
book = বই
boot = বুট জুতো , ঘোড়ার পায়ের নিম্নাংশের আবরণ , ভাগিয়ে দেওয়া
bottle = বোতল, বোতলে রাখা
box = বাক্স , ঘেরা জায়গা , ছাউনি, বক্সিং লড়া
boy = ছেলে (N), বালক (N), ছোকরা (N), ভৃত্য (N), কুমার (N), বাল (N), বত্স (N), বাছা (N), পরিচারক (N), বয়
brain = মস্তিষ্ক (N), মগজ (N), বুদ্ধি (N), মাথা (N), মাথার ঘিলু (N), ধীশক্তি (N), ঝিকুট (N), ঘট (N)
brake = ব্রেক , মন্থরকারী , বাধা , থেমে যাওয়া
branch = বৃক্ষশাখা
brick = ইট
bridge = সেতু, পুল , সাঁকো , নাসাদণ্ড , সেতুবন্ধন করা , ব্যবধান , রাশিয়া থেকে উদ্ভূত তাস-খেলা
brush = বুরূশ (N), মার্জনী (N), কূর্চ (N), বর্তিকা (N), কুঁচি(N), চিত্রকরের তুলি (N), ঝাড়(N), অঙ্কনবিদ্যা (N), অঙ্কনের ধরন (N), খণ্ডযুদ্ধ (N), ঝোপ (N), চিত্রকর (N), গুচ্ছ (N), কুস্তি (N), অঙ্কনের ভঙ্গি (N), অঙ্কনী (N), বুরূশ করা (V), ঝাড়ু দেত্তয়া (V), তুলি বোলান (V), তাড়াতাড়ি দূর হইয়া যাত্তয়া (V), তাড়াতাড়ি দূর করিয়া দেত্তয়া (V), ঝাড়াইয়া লত্তয়া (V), ঝাড়া (V), ঝাড়াইয়া যাত্তয়া (V)
bucket = বালতি, মুষলধারে নামা
bulb = কন্দ
button = বোতাম
cake = কেক (N), পিষ্টক (N), পিঠা (N), জমাট পিণ্ড (N), কেকের ন্যায় আকারের খণ্ড (N), কেকেরন্যায় আকারের টুকরা(N), কেকের আকারে পরিণতহত্তয়া (V), কেকের আকারে পরিণত করা (V), শক্তদলায় পরিণত হত্তয়া (V), শক্ত দলায় পরিণত করা(V), কেকসংক্রান্ত (Adj.)
camera = আলোকচিত্র গ্রহণের যন্ত্র
card = তাস; পত্র; মোটা কাগজের টুকরা
cart = দুচাকার গাড়ি
carriage = ঘোড়ারগাড়ি , পরিবহন
cat = বিড়াল , উত্তেজনাপ্রবণ
chain = শিকল , শৃঙ্খল
cheese = পনির
chest = বুক (N), সিন্দুক (N), বক্ষ
chin = চিবুক (N), থুতনি (N), চিবি (N), চিবু (N), থুতি (N), থোঁতা (N), কথা কহা (V), বলা (V)
church = গির্জা , চার্চ
circle = বৃত্ত, বেষ্টনী , গ্রহের কক্ষপথ , পর্যায়
clock = দেওয়াল-ঘড়ি

cloud = মেঘ , নীরদ , জলদ , ধুলিজাল , দুঃখজনক

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.