ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে পাঠ - ০৭

৭ম ক্লাস
আজ আমরা ৭ম ক্লাসটি করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ। তাছাড়া বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্ ।

ভালো ইংরেজি জানতে গেলে অনেক Phrase জানা জরুরি। কাজেই Phrase শেখার উপর গুরুত্ব দিন। যখনই কোন Phrase চোখে পড়বে, সাথে সাথে একটা ছোট্ট খাতায় টুকে রাখুন। খাতাটা সবসময় নিজের কাছেই রাখুন। অবসর সময়ে উল্টিয়ে দেখুন। কাজে লাগবে।
তো শুরু করা যাক আজকের ক্লাস (৭ম ক্লাস)।

cross=(ক্রস)=অতিক্রম/ছারিয়ে যাওয়া
limit=(লিমিট)= সীমা
you are crossing your limit=(ইউ আর ক্রছিং ইউর লিমিট)=তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ।
negative =(নেগেটিভ)= বাজে বা খারাপ অর্থে 
matter=(মেটার)= ব্যাপার বা বস্তু
it's not negative matter=(ইটস নট নেগেটিভ মেটার)=এটা বাজে কোন ব্যাপার নয়।
silent =(ছাইলেন্ট)=চুপ থাকা
Why you are silent?=(হোয়াই ইউ আর ছাইলেন্ট)=চুপ করে আছ কেনো?
nothing =(নাথিং)=কিছুই না
nothing to say=(নাথিং টু ছে)=কিছুই বলার নাই।
do you know me=(ডু ইউ নো মি?)=তুমি কি আমাকে চিন?
given have=(গিভেন হেভ)=দেওয়া আছে।
I watch it everyday=(আই ওয়াচ ইট এভরিডে)=আমি এটা প্রতিদিন দেখি।
do you brush your teeth?=(ডু ইউ ব্রাশ ইউর টিথ?)=তুমি কি তোমার দাঁত মাঝ?
bath=(বাথ)=গোসল
bathroom =(বাথরুম)=গোসল খানা
now I am in bathroom=(নাউ আই এম ইন বাথরুম)=আমি এখন গোসল খানায়।
expensive=(এক্সপেনছিব)=ব্যায়বহুল
it's very expensive matter=(ইটস ভেরি এক্সপেনছিব মেটার)=এটা খুবই ব্যায়বহুল ব্যাপার।
aim=(এইম)=লক্ষ
life=(লাইফ)=জীবন
aim in life=(এইম ইন লাইফ)=জীবনের লক্ষ

domastic =(ডোমেস্টিক)= গৃহ-পালিত
animal=(এনিমেল)= পশু
cow is our domastic animal=(কাউ ইজ আওয়ার ডোমেস্টিক এনিমেল)=গরু আমাদের গৃহ-পালিত পশু।

bird=(বার্ড)=পাখি
here are some birds name=(হেয়ার আর সাম বার্ডস নেম)=এখানে কিছু পাখির নাম দেওয়া আছে ।

for example=(ফর এক্সাম্পল)-(একজামপল)=উদাহরন সরূপ


hen=(হেন)=মুরগী
cock=(কক)=মোরগ
duck=(ডাক)=হাঁস
sowan=(সোয়ান)=রাজহাঁস
crow=(ক্রো)=কাক
pigion=(পিজিওন)=পায়রা
pecock=(পি-কক)=ময়ূর
pehen=(পি-হেন)=ময়ূরী
Cucumber bird=(কাউকাম্বার বার্ড)=কুকিল পাখি
Magpie bird=(মেগপাই বার্ড)=দোয়েল পাখি
our national bird is Magpie=(আওয়ার ন্যাশনাল বার্ড ইজ মেগপাই)=আমাদের জাতীয় পাখি হল দোয়েল।

Parrot=(পেরট)=তোতা পাখি।
Quail birds=(কোয়েল বার্ড)=কোয়েল পাখি
kingfisher=(কিংফিশার)=মাছরাঙ্গা
it doesn't matter=(ইট ডাজন্ট মেটার)=এটা কোন ব্যাপার না।

old=(ওল্ড)=পুরাতন/বয়স
old man=(ওল্ড ম্যান)=বয়স্ক লোক
I am nineteen years old.=(আই এম নাইনটিন ইয়ারস ওল্ড)=আমার বয়স ঊনিশ বছর।

new=(নিউ)=নতুন
son=(সন)=পুত্র
my son=(মাই সন)=আমার পুত্র
this is my son=(দিস ইজ মাই সন)=এইটা আমার ছেলে।

mosquito=(মসকুইটো)=মশা
spider=(স্পাইডার)=মাকড়সা
portico=(পরটিকো)=বারান্দা
window=(উইন্ডো)=জানালা
abolish=(এবোলিশ)=উঠান
ewer=(ইওয়ার)=কলস/বদনা
he is calling me=(হি ইজ কলিং মি)=সে আমাকে ডাকছে ।

where is your dress=(হয়ার ইজ ইউর এড্রেস?)=তোমার ঠিকানা কোথায়?

flaber=(ফ্লেবার)=সূঘ্রাণ
sweet=(সুইট)=মিষ্টি
sweet flaber=(সুইট ফ্লেবার)=মিষ্টি ঘ্রাণ

marrige proposol=(মেরিজ প্রপোজল)=বিয়ের প্রস্তাব
love proposol=(লাভ প্রপোজল)=ভালবাসার প্রস্তাব

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.