ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ৩৪তম ক্লাস
৩৪তম ক্লাস
Vocabulary Word List #10
system = পদ্ধতি, ব্যবস্থা, নিয়ম শৃঙ্খলা
talk = কথা বলা; কথাবার্তা বলা; বক্তৃতা দেওয়া
taste = স্বাদ, রুচি; আচ্ছাদন
tax = কর, খাজনা, বোঝা বা চাপ। কর বসানো। ভার চাপানো
teaching = শেখান, পড়ান, শিক্ষা দেত্তয়া, অধ্যাপনা করা
tendency = ঝোঁক, প্রবণতা
test = পরীক্ষা, যাচাই
theory = তত্ত্ব, মতবাদ, সিদ্ধান্ত, ধারণা, কিছুর ব্যাখ্যা, মত
thing = জিনিস, পদার্থ, বস্তু বিষয়; ব্যাপার
thought = চিন্তা, ধারণা, কল্পনা, বিবেচনা
thunder = বজ্রধ্বনি, বাজ
time = সময়, বেলা, কাল, ঋতু
tin = রঙ্গ, রাং, টিন; টিনেরপাত্র
top = লাটিম, লাট্ট্র; চুড়া, শীর্ষ
touch = স্পর্শ করা, ছোয়া, অনুভবকরা
trade = বাণিজ্য, লেনদেন, বেচাকেনা
transport = পরিবহন, পরিবহণ করা
trick = প্রতারণা; চালাকি; চাতুর্যপূর্ণ বা বিস্ময়কর কাজ
trouble = যন্ত্রণা দেওয়া; অসুবিধায় ফেলা বা পড়া
turn = ঘোরানো বা আবর্তিত করা; উলটানো; গতি বদলানো; ঘোরা
twist = সুতা (N), তা (N), মোচড় (N), মচকানি (N), রজ্জু (N), পাকান তামাক (N), পাক খোলা অদস্থা (N), মটকান(V), আবর্তিত হত্তয়া (V), গুলিপাকান (V), পাক খাত্তয়া (V), পাকান(V), পাক দেত্তয়া (V), তা দেত্তয়া (V)
unit = একক (N), এক (N), একমাত্র জিনিস (N), একমাত্র ব্যক্তি (N), সর্বনিম্ন পূর্ণসংখ্যা (N), হিসাবের মান(N), মাত্রা (N)
use = ব্যবহার (N), প্রয়োগ (N), আচরণ (N), প্রযুক্তি (N), প্রয়োজন (N), প্রয়োগের ধরন (N), নিয়োগ (N), উপকারিতা (N), ব্যবহারের ধরন (N), প্রথা(N), অভ্যাস (N), রীতি (N), রীতিনীতি (N), সুবিধা (N), ব্যবহার করা (V), চালান (V), প্রয়োগ করা(V), সুযোগ লত্তয়া (V), অবলম্বন করা (V), আচরণ করা (V), অভ্যস্ত থাকা (V), অভ্যস্ত হত্তয়া (V)
value = মান (N), মূল্য (N), দাম (N), দর (N), অর্ঘ (N), কদর (N), উপযুক্ত মূল্য (N), উচ্চযোগ্যতা (N), উচ্চমূল্য (N), মূল্যাবধারণ করা (V), মূল্যনির্ণয় করা(V), শ্রদ্ধা করা (V)
verse = প্রদর্শন
vessel = জাহাজ(N), পাত্র (N), বদনা (N), জলযান (N), বর্তন (N), ভাণ্ড (N), করঙ্গ (N), বহিত্র (N), পোত (N), বড় নৌকা (N), নৌ(N), ডিঙ্গা (N), শিরা (N), তরী (N), আধার (N), ধমনী (N)
view = দেখা (V), অবেক্ষণ করা (V), দৃষি্টপাত করা (V), তাকান (V), পর্যবেক্ষণ করা(V), লক্ষ্য করা (V), বিবেচনা করা (V), গণ্য করা (V), মনে মনে বিচার করা(V), বিচার করা (V), ভাবিয়া দেখা (V), দর্শন করা (V), দৃশ্য (N), পরিদর্শন (N), দৃষি্টপাত (N), নজর (N), মত (N), দৃষ্টির ক্ষেত্র (N), দৃষ্টির পাল্লা (N), অবলোকন (N), চেহারা (N), বিবেচনার ধারা (N), অভিমত(N), মোটামুটি পর্যবেক্ষণ (N), উদ্দেশ্য (N), অভিপ্রায় (N), দর্শন (N)
voice = কণ্ঠস্বর (N), স্বর (N), ধ্বনি (N), বাচ্য (N), মুখস্বরূপ (N), আত্তয়াজ (N), সুর (N), উচ্চারণ (N), উচ্চারণভঙ্গি (N), ব্যক্ত ইচ্ছা (N), নিস্বন (N), ব্যক্ত ধারণা (N), বক্তা(N), কুহর (N), বাচন (N), কথায় প্রকাশ (N), ঘোষধ্বনি (N), ধ্বনিত করা (V), ব্যক্ত করা (V), স্বরযুক্ত করা (V), সুরনিয়ন্ত্রণ করা(V), মুখস্বরূপ হত্তয়া (V)
walk = হাঁটা (V), চলা (V), পায়চারি করা (V), বেড়ান (V), হাঁটিয়া বেড়ান (V), পদব্রজে ভ্রমণ করা(V), পথ চলা (V), পদব্রজে গমন করা (V), পরিভ্রমণ করা (V), পরিক্রমণ করা (V), পদক্ষেপ করা (V), পদক্ষেপ (N), পদব্রজে ভ্রমণ (N), কর্মক্ষেত্র (N), হণ্টন (N), পায়চারি চলন (N), ভ্রমণবীথি (N), চলনভঙ্গি (N), আচরণ (N), ক্ষেত্র (N), জীবনযাত্রা (N)
war = যুদ্ধ , প্রকাশ্য বৈরিতা , শত্রুতা , যুদ্ধ করা , লড়াই করা
wash = ধোয়া , কাচা
waste = নষ্ট করা , ধ্বংস করা , জনশূন্য করা , অপব্যয় করা , ক্ষয়করা , কম করা
water = জল (N), পানি (N), সলিল (N), চাকচিক্য (N), বারি(N), অপ্ (N), উদক (N), উদ (N), উদকুম্ভ (N), অম্বু (N), জলপূর্ণ তরল পদার্থ (N), মুখলালা (N), পুষ্কর (N), জলবৎ তরল পদার্থ (N), চাকচক্য (N), চোখের জল (N), মূত্র (N), পয় (N), নীর (N), অম্ভ (N), জল লত্তয়া (V), জল দেত্তয়া (V), জলে জলসেচন করা (V), জলসেচন করা (V), জলপূর্ণ করা (V), জলে ভেজান করা (V), জলমিশ্রিত করা (V), লালা ঝরান (V), অশ্রুপূর্ণ হত্তয়া (V), লোলুপভাবে প্রতীক্ষা করা (V), অশ্রুপাত করা (V), মুখলালা নি
wave = ঢেউ , ঢেউ-এর দোলায়মান গতি , ঢেউ-এর মতো জিনিস , মনোভাব, অবস্থা ইত্যাদির বৃদ্ধি , ঢেউ উঠা , আন্দোলিত হওয়া
wax = মোম , কানের খইল , গালা, চিঠি সীল করিবার জন্য ব্যবহৃত পদার্থ , মোম লাগানো
way = উপায় (N), পথ (N), পদ্ধতি (N), রাস্তা (N), পন্থা (N), প্রণালী (N), ধরন(N), খেয়াল (N), বর্ত্ম (N), মার্গ (N), নিগম (N), সরণি (N), গমনপথ (N), ছন্দ (N), ব্যবধান (N), জীবনযাত্রার ধরন (N), সড়ক (N), সুবিধা (N), গতিপথ (N), অবস্থা (N)
weather = আবহ(N), আবহাত্তয়া (N), ভাগ্যপরিবর্তন (N)
week = সপ্তাহ (N)
weight = ভার, ওজন , বাটখারা , ওজন প্রকাশের এককবিশেষ , প্রভাব
wind = বাতাস
wine = মদ , বিভিন্ন রকমের মদ
winter = শীতকালীন (Adj.), শীত(N), শীতকাল (N), হিম (N), জাড় (N), ঠাণ্ডা আবহাত্তয়ার সময় (N), নিরানন্দ কাল (N), এক বত্সর (N), বার্ধক্য (N), শীত কাটান (V)
woman = বয়স্ক স্ত্রীলোক , নারী জাতি , স্ত্রীলোকসুলভ মনোভাবাদি
wood = কাষ্ঠ, বন
wool = উল (N), পশম (N), ঊর্ণা (N), রোঁয়া (N), লোম (N), রোম (N), অঙ্গরূহ (N)
word = শব্দ (N), কথা (N), বাণী (N), পদ (N), উক্তি (N), বোল (N), দলগত সম্কেতশব্দ (N), আভাস(N), জবান (N), ঘোষণা (N), কথায় প্রকাশ করা (V), ভাষায় প্রকাশ করা (V)
work = কাজ (N), কর্ম (N), চাকরী (N), কাম (N), চাকরি (N), কর্তব্য (N), বৃত্তি (N), কার্য (N), কেতন (N), ক্রিয়া (N), কারিকা (N), গ্রথন (N), কার্যকলাপ (N), কৃতকর্ম (N), কৃতি (N), কার্যস্থান (N), কাজের ভার (N), পেশা (N), কাজ করা (V), করা(V), পরিশ্রম করা (V), খেলা(V), কর্মরত থাকা (V), শ্রমরত থাকা (V), কাজ করান (V), চাকরি করা (V), কার্যসম্পাদন করা (V), ফল দেত্তয়া (V), চলা (V), উসকান (V), রচনা করা (V), গঠন করা (V), খাটা (V), তৈয়ারি করা (V), উদ্ভাবন করা (V)
wound = ক্ষত (N), আঘাত (N), জখম (N), মর্মঘাত (N), ঘা(N), আহতি (N), ঘাত (N), চোট (N), আঘাত করা (V), জখম করা (V), ঘায়েল করা (V), মর্মঘাত দেত্তয়া (V), ঘা দেত্তয়া (V)
writing = লেখা(N), লিখিত (N), সাহিত্য (N), লিখন (N), লেখন (N), পাতন (N), লিপি (N), বিরচন (N), সাহিত্যরচনা (N)
year = বছর (N), বত্সর (N), বর্ষ (N), এক বত্সর (N), সন (N), সৌরবর্ষ (N), হায়ন(N), বারমাস (N)
No comments