ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ৪১তম ক্লাস


৪১তম ক্লাস
Vocabulary Word List #17
awake = ঘুম ভাঙা , জেগে ওঠা , বিনিদ্র , জাগ্রত
bad = খারাপ , মন্দ , অন্যায় , অসত্ , বাজে , নিকৃষ্ট , পচা
bent = প্রবণতা , শক্ত কাঠির মতো একজাতীয় ঘাস
bitter = তিক্ত, তীব্র , বেদনাবহ
blue = নীল , নিরাশ
certain = নিঃসন্দেহ , নিশ্চিন্ত
cold = ঠাণ্ডা , হিম , শীতল , নিরুদ্যম , নিরুত্তাপ , বিষাদজনক
complete = পরিপূর্ণ করা , সম্পন্ন করা , সমাপ্ত , পুরোপুর
cruel = নিষ্ঠুর , নির্মম , হৃদয়হীন , যন্ত্রণাদায়ক
dark = নিরালোক , নিষ্প্রভ , অন্ধকার , তমসাবৃত , তমসাচ্ছন্ন , তামসী , গোপনতা
dead = মৃত (Adj.), মরা (Adj.), চরম (Adj.), পুরাপুরি (Adj.), নিষ্প্রাণ (Adj.), গত (Adj.), অনন্তনিদৃায় নিদিৃত (Adj.), জীবনশূন্য (Adj.), নিশ্প্যাণ (Adj.), অতীত (Adj.), অপগত(Adj.), গতাসু (Adj.), নিবন্ত (Adj.), পরম (Adj.), ঘোর (Adj.), গঙ্গাপ্রাপ্ত (Adj.), ধ্বংসপ্রাপ্ত (Adj.), নীরস (Adj.), ডাহা (Adj.), উপরত (Adj.), অসাড় (Adj.), পঁচত্বপ্রাপ্ত (Adj.), জড় (Adj.), একেবারে (Adv.), জীবনহীন হইয়া (Adv.), চরমভাবে (Adv.), পরমভাবে (Adv.), মৃত ব্যক্তি (N), মৃত বস্তু (N)
dear = দুর্মূল্
delicate = সূক্ষ্ম
different = ভিন্ন, আলাদা , স্বতন্ত্র
dirty = মলিন , অশ্লীল , নীচ , নোংরা হওয়া বা নোংরাকরা
dry = নির্জলা , বৃষ্টিহীন , বিশুষ্ক , নীরস
false = ভুল , মিথ্যা , বেঠিক , কৃত্রিম , নকল
feeble = দুর্বল , অশক্ত , ক্ষীণবুদ্ধি , নিস্তেজ
female = স্ত্রী-জাতীয় , মাদী , স্ত্রী , মেয়েছেল
foolish = মূর্খ, নির্বোধ , বোকা , বিচারবুদ্ধিহীন , তুচ্ছ, হাস্যকর
future = ভাবী, ভবিষ্য , আগামী , হবু , ভবিষ্যতকাল
green = সবুজ , হরিত্ , শ্যামল , কচি , ডাঁশা , প্রাণবন্ত , সতেজ
ill = মন্দ , অসত , অশুভ , ক্ষতিকর , পীড়িত
last = সর্বশেষ , অবশিষ্ট , একেবারেই কাম্য নয় , অন্তিম , সর্বাধুনিক , জুতো তৈরির কাঠের ছাঁচ
late = যথাসময়ের পর; দেরিতে; বিলম্বে, বিলম্বিত
left = বাম (Adj.), বাঁ (Adj.), বামপন্থী (Adj.), বাঁত্ত (Adj.), বামদিকস্থ (Adj.), বামপার্শ্বিক (Adj.), বাঁদিকে (Adv.), বামদিকে (Adv.), বাঁপাশে (Adv.), বামপার্শ্ব (N), বামহস্ত (N), বামপন্থী রাজনীতিক দল (N)
loose = ঢিলা, আলগা, অসংযত
loud = অট্ট (Adj.), প্রবল (Adj.), উচ্চরব (Adj.), উচ্চ আত্তয়াজত্তয়ালা (Adj.), কোলাহলপূর্ণ (Adj.), অমার্জিত (Adj.), জাঁকাল (Adj.), জোরে (Adv.)
low = নিচু , অনতিউচ্চ , অনুচ্চ , নিম্নস্তরের , নিচুস্তরের
mixed = মিশ্র (Adj.), মিশ্রিত (Adj.), বিমিশ্র (Adj.), বিবিধ (Adj.), বিমিশ্রিত (Adj.), পাঁচমিশালী (Adj.), সংবলিত (Adj.), অবিশুদ্ধ (Adj.), নানাশ্রেণীসংক্রান্ত (Adj.), কলিল (Adj.), ভেজালমিশ্রিত (Adj.), তালগোল পাকান (Adj.), বাছাই - করা নহে এমন (Adj.)
narrow = সংকীর্ণ (Adj.), সরু(Adj.), সঙ্কীর্ণ (Adj.), অপ্রশস্ত (Adj.), সীমাবদ্ধ (Adj.), সঙ্কুচিত (Adj.), অনুদার (Adj.), সীমিত (Adj.), অতি সঙ্কীর্ণ (Adj.), ঘিঁজি (Adj.), অপরিসর (Adj.), অবিস্তীর্ণ (Adj.), গোঁড়া (Adj.), যথাযথ(Adj.), স্থানাভাব - সম্পন্ন (Adj.), তীক্ষ্ন (Adj.), ধর্মান্ধ (Adj.), চিপা (Adj.), জনসমাকীর্ণ (Adj.), সঙ্কীর্ণচেতা (Adj.), সংকীর্ণ অংশ (N), সংকীর্ণ স্থান (N), সংকীর্ণ প্রবেশপথ (N), সংকীর্ণ ঢালুপথ (N), সংকীর্ণ রাস্তা (N), সংকীর্ণ প্রণালী (N), অপ্রশস্ত করা (V), সংকীর্ণ করা (V), সীমাবদ্ধ করা (V), সরু করা (V), অপ্রশস্ত হত্তয়া (V), সংকীর্ণ হত্তয়া (V), সরু হত্তয়া (V), সীমাবদ্ধ হত্তয়া (V), হ্রাস করা (V), হ্রাস হত্তয়া (V), সঙ্কুচিত করা (V), সঙ্কুচিত হত্তয়া (V)
old = পুরাতন (Adj.), বয়সী (Adj.), বৃদ্ধ (Adj.), প্রাচীন (Adj.), বয়স্ক (Adj.), সেকেলে (Adj.), বুড়ো (Adj.), অপ্রচলিত (Adj.), প্রাচীনকালের (Adj.), প্রবীণ (Adj.), বুড়া (Adj.), প্রবৃদ্ধ (Adj.), পলিত (Adj.), বৃদ্ধবয়স্ক (Adj.), জীর্ণ (Adj.), অভ্যস্ত (Adj.), পক্বকেশ (Adj.), বার্ধক্যগ্রস্ত (Adj.), প্রাক্তন (Adj.), সুপরিচিত (Adj.), কালজীর্ণ (Adj.), প্রত্ন (Adj.), নিষ্কল (Adj.), সাবেক (Adj.)
opposite = উল্টোদিকের , ওপাশের , ওদিকের , বিপ্রতীপ , সামনাসামনি
public = সর্বজনীন (Adj.), প্রকাশ্য (Adj.), সম্প্রদায়ের (Adj.), সর্বসাধারণের বিদিত(Adj.), লৌকিক (Adj.), জনসাধারণযুক্ত (Adj.), সর্বসাধারণের ভোগ্য (Adj.), আন্তর্জাতিক (Adj.), লোকহিতকর (Adj.), সবার (Adj.), জনসাধারণ (N), সর্বসাধারণ (N), দশ (N), সাধারণ মামুলি লোকসমূহ (N), লোক (N)
rough = অসমান, রূঢ়, কর্কশ; মাজাঘাষা হয়নি এমন
sad = বিষণ্ণ (Adj.), দুঃখ
safe = নিরাপদ সিন্দুক
secret = গুপ্ত(Adj.), গোপন (Adj.), গূঢ় (Adj.), গোপনীয় (Adj.), নিরালা (Adj.), অপ্রকাশ্য (Adj.), গুম (Adj.), গুহ্য (Adj.), গোপনতাপূর্ণ (Adj.), রহস্যপূর্ণ (Adj.), অকথিত (Adj.), অজ্ঞাত (Adj.), একান্ত (Adj.), লুক্কায়িত (Adj.), প্রচ্ছন্ন (Adj.), চোরা (Adj.), অপ্রকাশিত (Adj.), নিগূঢ় (Adj.), নিভৃত (Adj.), রহস্য (N), গোপনতা (N), গুপ্তরহস্য (N), গুপ্ত বিষয় (N), গুপ্ত অথ্য (N), গুপ্ত অথ্য প্রণালী (N), গুপ্ত কথা (N), গুপ্ত উদ্দেশ্য (N), অন্ত
short = খাটো ; বেঁটে ; ছোট ; সংক্ষিপ্ত ; নূ্যনবা উন্
shut = বন্ধ (Adj.), আবদ্ধ (Adj.), রূদ্ধ (Adj.), অবরুদ্ধ (Adj.), আখোলা (Adj.), নিমীলিত (Adj.), সন্নিবদ্ধ (Adj.), আঁটা (Adj.), বন্ধ করা (V), রূদ্ধকরা (V), আবদ্ধ করা (V), বুজা (V), বন্ধ হত্তয়া (V), প্রবেশে বাধা দেত্তয়া (V), হুড়কা দেত্তয়া (V), প্রবেশ রোধ করা(V), রূধা (V)
simple = সহজ(Adj.), সরল (Adj.), সাধারণ (Adj.), অনাড়ম্বর (Adj.), সাদাসিধা (Adj.), সাদা (Adj.), অদক্ষ (Adj.), সরলপূর্ণ (Adj.), অমিশ্র (Adj.), ডাহা (Adj.), অজটিল (Adj.), অযৌগিক (Adj.), অযুগ্ন (Adj.), ছলচাতুরীহীন (Adj.), ভঙ্গিশূন্য (Adj.), অক্রূর (Adj.), ইতর (Adj.), স্থুলবুদ্ধি (Adj.), অশিক্ষিত (Adj.), ছলাকলাহীন (Adj.), অচতুর (Adj.), বৈশিষ্ট্যহীন (Adj.), বোকা (Adj.), আড়ম্বরশূন্য (Adj.), নিরলঙ্কার (Adj.), সাদাসিধাভাবে পূর্ণ (Adj.), সিধা (Adj.), শিল্পচাতুর্যহীন (Adj.), জাঁকজমকহীন (Adj.), ভানশূন্য (Adj.)
slow = ধীরগতি; মন্থর; পিছিযে পড়েছেএমন
small = ছোট (Adj.), ক্ষুদ্র (Adj.), সামান্য (Adj.), কম (Adj.), ক্ষুদ্রায়তন (Adj.), স্মল (Adj.), ক্ষুদ্রাকার (Adj.), অল্পসংখ্যক (Adj.), মিহি (Adj.), নগণ্য (Adj.), ছোটো (Adj.), নেংটি (Adj.), পাতি (Adj.), অণু (Adj.), হ্রস্ব (Adj.), ক্ষুদ্রকায় (Adj.), খর্ব (Adj.), অনুগ্র (Adj.), অল্পপরিমাণ (Adj.), দুর্বল (Adj.), অল্পমূল্য (Adj.), তুচ্ছ (Adj.), অপরিসর (Adj.), গুরুত্বহীন (Adj.), লঘু (Adj.), ইতর (Adj.), অনুদার (Adj.), গৌণ (Adj.), অবিস্তীর্ণ (Adj.), খর্বকায় (Adj.), সরু (Adj.), হীন (Adj.), ক্ষীণকায় (Adj.), ক্ষুদ্রচেতা (Adj.), কৃশ (Adj.), সঙ্কীর্ণ (Adj.), কৃশতম অংশ (N)
soft = নরম (Adj.), মোলায়েম (Adj.), মনোরম (Adj.), কোমল (Adj.), সহজ (Adj.), নমনীয় (Adj.), অকঠোর (Adj.), মৃদু (Adj.), কোমলাঙ্গ (Adj.), অনুচ্চ (Adj.), বিটুমেন্যুক্ত (Adj.), দরদি (Adj.), মেয়েলি (Adj.), সস্নেহ (Adj.), মেয়েলী (Adj.), শান্ত (Adj.), লঘুগামী (Adj.), দুর্বলচিত্ত (Adj.), মৃদুগামী (Adj.), অনুগ্র (Adj.), দরদী (Adj.), মসৃণ (Adj.), মহানুভূতিসম্পন্ন (Adj.), মূর্খ লোক (N)
solid = কঠিন (Adj.), শক্ত (Adj.), দৃঢ় (Adj.), নিরেট (Adj.), ঘন (Adj.), সারবান্ (Adj.), পদার্থপূর্ণ (Adj.), অনড় (Adj.), পূর্ণগর্ভ (Adj.), নিয়তাকার (Adj.), কলিষ্ঠ(Adj.), ধনবান (Adj.), নির্ভরযোগ্য (Adj.), অপরিবর্তনীয় (Adj.), গুরুভার (Adj.), সর্বজনসম্মত (Adj.), আকারবিশিষ্ট (Adj.), সর্বসম্মত (Adj.), ত্রিমাত্রিক (Adj.), অটুট (Adj.)
special = বিশেষ(Adj.), বিশিষ্ট (Adj.), নির্দিষ্ট (Adj.), খাস (Adj.), কেমনতর (Adj.), বৈশিষ্ট্যসূচক (Adj.), অসাধারণ (Adj.), অস্বাভাবিক (Adj.), স্বতন্ত্র (Adj.), অন্তরঙ্গ (Adj.)
strange = অদ্ভুত (Adj.), অপরিচিত (Adj.), অচেনা(Adj.), আজব (Adj.), বহিরাগত (Adj.), বিদেশাগত (Adj.), অবিদিত (Adj.), অজানা (Adj.), অপরূপ (Adj.), উদ্ভটি (Adj.), আনকা (Adj.), অনাসৃষ্টি (Adj.), দূরবর্তী (Adj.)
thin = পাতলা (Adj.), কৃশ (Adj.), তরল (Adj.), জনবিরল (Adj.), দুর্বল (Adj.), রোগা (Adj.), সরু (Adj.), বিরল (Adj.), শীর্ণ (Adj.), কাহিল (Adj.), অস্থূল (Adj.), ক্ষীণকায় (Adj.), অপুষ্ট (Adj.), নগণ্য (Adj.), তনূকৃত (Adj.), জলব (Adj.), ফাঁকফাঁক (Adj.), সামান্য (Adj.), মৃদু (Adj.), কৃশতনু (Adj.), অঘনীভূত (Adj.), পয়রা (Adj.), সূক্ষ্ম (Adj.), তুচ্ছ (Adj.), পলকা (Adj.), পাতলা করা (V), পাতলাহত্তয়া (V), কৃশ করা (V), তরল করা (V), জনবিরল করা (V), তরল হত্তয়া (V), জনবিরল হত্তয়া (V)
white = শ্বেত , সাদা

wrong = অশুদ্ধ , ভুল , অন্যায্য , অবৈধ , মিথ্যা , ভ্রম

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.