ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ২০তম ক্লাস
২০তম ক্লাস
স্পোকেন ইংলিশ Lesson #05
স্পোকেন ইংলিশ Lesson #05
Obligation - বাধ্য-বাধকতা
বকোনে ব্যক্ত বা অব্যক্ত কারণে কেউ কোন কিছু করতে বাধ্যএই ভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কয়েকটি উপায় আছে। উপায়গুলি নিম্নরূপ:
Have To + V = I have to go now.
Must + V = You must do it.
Shall + V = I shall go there.
Be To + V = I am to go to office everyday.
Be Supposed To + V = He is supposed to do the work.
Can't But + V = I can't but help him.
Can't Help + V(ing) = I can't help smoking.
Opinion - মতামত
ব্যক্তিগত অভিমতকে বলায় এবং লেখায় নৈর্ব্যক্তিক (objective) তথ্য থেকেআলাদা করা হয়। এজন্য কিছু common expression-ও ব্যবহার করা হয়। নিচেবহুল ব্যবহৃত কিছুexpression দেওয়া হল:
I think so ---- আমার তো তাই মনে হয়
I don't think so ---- আমার তো তেমন মনে হয় না
I think so, too. ---- আমারও তাই মনে হয়
Opposition - বিরোধিতা
কোন ব্যক্তির বা যুক্তির বিরোধিকা করতে হলে কয়েকটি উপায়ে তা ঘোষণা করা যায়। যেমন:
I have an objection. ---- আমারএকটা আপত্তি আছে।
But I'm afraid I oppose that view. ---- কিন্তু আমি দুঃখিত যে আমি ঐ দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি।
But I'm afraid I can't agree. ---- কিন্তু আমি যে একমতহতে পারছি না।
Pause - বিরতি
কথাবার্তার মধ্যে কোন কিছুমনে না পড়ারকারণে বা সঙ্গতকারণে বলতে দেরিহওয়ার কারণে আমরাথেমে থাকি। কিন্তু সচরাচর কথার মধ্যেচুপ করে থেমেথাকা মানুষের অভ্যাস নয়। এ কারণেঅনেকে কথার এরূপশূন্যস্থানকে বিভিন্ন অর্থহীন ধ্বনি দ্বরা পূরণকরে থাকে।
er......... (আ.......)
mm........ (ম্ ম্ .....)
Permission - অনুমতি
কাউকে কোন কিছু করতেঅনুমতি দিতে বা করো কাছ থেকেঅনুমতি চাইতে হলেmay এবং can ব্যবহার করা হয়।
Can I use your pen?
Yes, you can.
May I speak to you for a minute?
Yes, you may.
Counting - গণনা করা
দৈনন্দিন জীবনে এমন একটিপর্যায়ও নেই যাতেকোন কিছু গণনাবা পরিমাপ করারপ্রয়োজন হয় না। এসব কাজের জন্যইংরেজিতে বিচিত্র উপায়রয়েছে। এরূপ যাবতীয় উপায় পুরোপুরি আয়ত্তে রাখাউচিত। নিচে এগুলোআলোচনা করা হলো।
One = First = 1st
Two + Second = 2nd
Three = Third = 3rd
Four = Fourth = 4th
Five = Fifth = 5th
Six = Sixth = 6th
Seven = Seventh = 7th
Eight = Eighth = 8th
Nine = Ninth = 9th
Ten = Tenth = 10th
No comments