ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ২২তম ক্লাস
২২তম ক্লাস
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৩১-৬০)
Formula #31
অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা
প্রশ্ন করলে ‘কি আছে’ ক্রিয়ার ইংরেজি করতে হলে have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।
তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো?
—- Have you been in Dhaka for one month?
সে কি দশটা হতে তোমার বাড়িতে আছে?
—- Has he been in your house since 10 a.m.?
Formula #32
অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি Have not bee/Has not been বসে।
সে তিন দিন যাবত
ঘরে নাই। —- He has not been in the house for three days.
ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই। —- The students have not been in the college since 5 p.m.
অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি Have not bee/Has not been বসে।
সে তিন দিন যাবত
ঘরে নাই। —- He has not been in the house for three days.
ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই। —- The students have not been in the college since 5 p.m.
Formula #33
‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে
ইংরেজি করার সময়
Subject-এর পরে am/is/are বসে এবং verb-এর পরে ing যুক্ত হয়।
গাছের ডালে পাখি বসে আছে। —- A bird is sitting on the branch
of the tree.
রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে। —- The boy is standing on the road.
Formula #34
প্রশ্নবোধক বাক্যে ‘ইয়ে’, ‘ইয়া’
বা ‘এ’ যুক্ত
ক্রিয়ার পর ‘আছে’
কথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।
সে কি ঘরে লুকিয়ে আছে? —- Is he hiding in the room?
তারা কি চেয়ারে বসে আছে? —- Are they sitting on the chair?
Formula #35
‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পরে ‘নাই’ কথা থাকলে
তার ইংরেজি করার
জন্য subject-এর পরে am not/is not/ are not বসে এবং
verb-এর সাথে ing যুক্ত
হয়।
ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই। —-
The rat is not hiding in the hole.
ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই। —- The boy is not standing in the yard.
Formula #36
‘Is’ এর অতীতরূপ হল
‘Was’ এবং ‘Are’ এর অতীতরূপ হল
‘Were’ আর Have ও Has এর অতীতরূপ হল Had. কারো
কিছু ছিলো বুঝালে ‘ছিলো’ ক্রিয়ার ইংরেজি Had বসে।
আমার একটি বই ছিলো। —-
I had a book.
ইংরেজিতে তার ভাল জ্ঞান
ছিলো। —- He had good knowledge in English.
Formula #37
কারো কিছু ছিলো কি বুঝালে ‘ছিলো কি’ কথার ইংরেজি করতে
বাক্যের মাঝখানের Had আগে আনতে হবে।
ঢাকায় তার কোন বাড়ি
ছিলো কি? —- Had he a/any house in Dhaka?
মহিলাটির কোন অহংকার ছিলো
কি? —- Had the any pride?
Formula #38
কারো কিছু ছিলো না বুঝালে ‘ছিলো না’ কথার ইংরেজি করতে
Had not/Had no বসে।
তাদের একটিও সন্তান ছিলো
না। —- They had not a single child./
They had no child.
তার কোন বন্ধু ছিলো
না। —- He had not a single friend./He
had no friend.
Formula #39
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বুঝালে ‘ছিল’ কথার ইংরেজি was/were বসে।
আমি সেখানে উপস্থিত ছিলাম। —-
I was present there.
কাজটি তোমর জন্য কঠিন
ছিল। —- The work was tough for you.
Formula #40
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ was/were প্রথমে বসে।
তুমি কি অসুস্থ ছিলে?
—- Were you ill?
করিম কি স্কুলে ছিল?
—- Was Karim in the school?
Formula #41
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি was not/were not বসে।
গরুগুলো মাঠে ছিল না। —-
The cows were not in the field.
সে নিয়মানুবর্তী ছিল না। —-
He was not punctual.
Formula #42
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল’ বুঝালে তার ইংরেজি There was/There were বসে।
এই গ্রামে দু’জন অন্ধ ছিল। —There were two blind men in this village.
বনে একটি বাঘ ছিল। —-
There was a tiger in the forest.
Formula #43
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ was/were আগে বসে।
এখানে কি একটি দোকান
ছিলো? —- Was there a shop here?
এই পুকুরে মাছ ছিলো
কি? —- Was there any fish in this pond?
Formula #44
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি There was not/There were not বসে।
এই শহরে ভিক্ষুক ছিল না। —- There was no beggar in this town.
স্কুলে একজন শিক্ষকও ছিল না। —- There was not a single teacher in
the school.
Formula #45
‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল’ বা ‘ছিলাম’ কথা থাকলে
তার ইংরেজি করার
জন্য was/were-সহ verb-এর সঙ্গে ing যোগ হয়।
আমি সেখানে গিয়েছিলাম। —– I was going there.
মহিলাটি তার ব্যাগ খোঁজ
করতেছিল। —- The woman was looking for her
bag.
Formula #46
‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল কি’ থাকলে তার ইংরেজি করার জন্য বাক্য
মধ্যস্থ was/were আগে বসে এবং
verb-এর সাথে ing যোগ হয়।
তার কি জঙ্গলে (লুকিয়ে) ছিল? —- Were they hiding in the jungle?
সে কি রাস্তায় দাঁড়িয়ে ছিল?
—- Was he standing in the road?
Formula #47
‘ইয়ে’ (ইয়া) বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল না’ থাকলে তার ইংরেজি was not/were not বসে।
তারা ঘরে শুয়ে ছিল না। —- They were not lying in the house.
আমি মাঠে খেলা করছিলাম না। —- I was not playing in the field.
Formula #48
অতীতে কেহ কোথাও কিছু
সময় ছিল বুঝালে তার ইংরেজি had been বসে।
সে আমেরিকায় দুই মাস ছিল। —- He had been in America for two
months.
আমি মাত্র তিন ঘণ্টা
অফিসে ছিলাম। —- I had been in the office for three hours only.
Formula #49
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘কথা ছিল’ তার ইংরেজি করতে হলে
supposed to অর্থাৎ (supposed to + verb) বসে।
আমার চট্টগ্রাম যাবার কথা ছিল। —- I was supposed to go to
Chittagong.
তাদের আজ খেলার কথা ছিল। —- They were supposed to play today.
Note: To-এর পর verb-এর
present form হয়।
Formula #50
বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থাৎ (could + verb
simple) বসে।
তুমি দিনে আসতে পারতে। —-
You could come at day.
তুমি বইটি কিনতে পারতে। —-
You could buy the book.
Formula #51
Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়।
If I were a
bird!
Had I two
wings!
Oh that, I
could die!
Formula #52
কোন কাজ অতীতে শুরু
হয়ে এখনো চলছে
বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং
verb ing যোগ হয়।
আমি তিন বছর যাবত
এই স্কুলে পড়ছি। —-
I have been reading in this school for three years.
সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। —- It has been raining heavily since
morning.
Formula #53
যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে ‘ইতেছিল’ বা ‘ইতেছিলাম’ বা ‘ইতেছিলেন’ যুক্ত থাকলে
তার ইংরেজি করার
জন্য was/were হয় এবং verb-এর শেষে ing যোগ হয়।
আমরা পাখি শিকার করছিলাম (করিতেছিলাম)। —- We were hunting bird.
সুমা স্কুলে যাচ্ছিল। —- Suma was going to school.
Formula #54
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে এ-ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে
তার ইংরেজি করার
জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে।
আমি একটি বই কিনেছি। —- I have bought a book.
তোমার বাবা এটা করেছে। —-
Your father has done this.
Formula #55
অতীতকাল বুঝালে এ-ছিল
(ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার
জন্য verb-এর past tense বসে।
আমি তাকে রাতে দেখেছিলাম। —- I saw him at night.
সে গত বছর বইটি
কিনেছিল। —- He bought the book last year.
Formula #56
বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে এ-ছে (ইয়াছে), এ-ছি (ইয়াছি) যুক্ত
ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past
participle বসে।
সে কি কাজটি শেষ করেছে? —- Has he completed the work?
তুমি কি অংকটি করেছ?
—- Have you done the sum?
Formula #57
অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময়
did বসে।
তুমি কি গতকাল এসেছিলে? —- Did you come yesterday?
সে কি গতমাসে কাজটি
শেষ করেছিল? —- Did he complete the work last month?
Formula #58
বর্তমানকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য
have not/has not এবং
verb-এর past participle হয়।
আমি তোমাকে আজ দেখিনি। —- I have not seen you today.
সে আমাকে কলমটা দেয়
নি। —- He has not given me the pen.
Formula #59
অতীতকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য
did not বসে।
আমি তোমাকে গতকাল দেখিনি। —- I did not see you.
রহমান মাঠে যায়নি। —- Rahman did not go to the field.
Formula #60
বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে এ-ছিল
(ইয়াছিল), ‘ল’ (ইল) ‘ত’ (ইত) যুক্ত থাকলে
তার ইংরেজি করার
জন্য verb-এর past tense বসে।
সে দিনের বেলায় এসেছিলো। —- He came during the day.
সে আমাকে খুব ভালোবাসতো। —- She loved me very much.
No comments