ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ১৯তম ক্লাস
১৯তম ক্লাস
স্পোকেন ইংলিশ Lesson #04
স্পোকেন ইংলিশ Lesson #04
Habit
Expressing - অভ্যাস প্রকাশকরণ
নিজের অভ্যাস প্রকাশ করা এবং প্রাকৃকিত অভ্যাসবশত কিছু
ঘটে এই ভাব প্রকাশ করা বাক্যের কাঠামোগত দিক থেকে
অনেকখানি মিলসম্পন্ন। উভয়ক্ষেত্রেই Present Indefinite Tense ব্যবহৃত হয়। প্রথম ক্ষেত্রে কিছু বিশেষ শব্দও ব্যবহৃত হয়। যেমন:
Usually ----
সচরাচর
Normally
---- সাধারণত
Most of the
time ---- অধিকাংশ সময়
Hatred - ঘৃণা
ঘৃণা বা বিতৃষ্ণা প্রকাশ করার জন্য বিশেষ
বাক্যের পাশাপাশি বাক্যের মধ্যে
বিশষ word ব্যবহৃত হয়।
Hate+Object
I hate it.
---- আমি এটি ঘৃণা
করি।
Hate+Verb(ing)
I hate
smoking in the public place. ---- আমি প্রকাশ্যে
ধুমপান ঘৃণা করি।
Informing - তথ্য প্রকাশ
কথাবার্তায় আমরা অনেক ধরনের
মতামত কিছু expression বা phrase ব্যবহার করে আলাদাভাবে চিহ্নিত করে থাকি। নিচের উদাহরণগুলি থেকে বিষয়টি স্পষ্ট হবে।
The real
thing is that ---- আসল ঘটনা হলো
When it
really means is than ---- এর দ্বারা আসলে যা বুঝায় তা হলো
Now it's
clear that ---- এখন এটা স্পষ্ট যে
As a matter
of fact ---- প্রকৃত পক্ষে
Intensity - তীব্রতা/গভীরতা
কোন adjective বা adverb-এর অর্থের প্রাবল্যতা বা তীব্রতা প্রকাশ করার জন্য কিছু
expression বা phrase ব্যবহৃত হয়। বক্তব্যে বিশেষ অভিঘাত (stress) কিংবা আবেগ (emotion) প্রদান করার উদ্দেশ্যে সেগুলিকে আমরা ব্যবহার করি।
She looks
very nice indeed. ---- সে তো আসলে খুব সুন্দর।
The project
was a total loss. ---- প্রকল্পটি ছিলো একটা ডাহা
ক্ষতি।
They were
utterly (আটার্লি)
powerless. ---- তারা
ছিলো পুরোপুরি ক্ষমতাহীন।
That's
absolutely true. ---- তা পুরোপুরি সত্য।
He's really
a genius. ---- সে আসলে একটা জিনিয়াস।
It was truly
a gigantic creature. ---- ওটা ছিলো আসলে একটা
বড় আকারের জীব।
Invitation -
নিমন্ত্রণ
ইংরেজিতে নিমন্ত্রণ করা আর বন্ধুত্বপূর্ণ প্রস্তারব রাখা প্রায় একই জিনিস। এজন্য বেশ কয়েকটি উপায় আছে।
I invite you
tonight at the dinner. And I hope you'll accept it. ---- আমি আপনাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। আশাকরি আপনি
তা গ্রহণকরবেন।
Would you be
my guest tonight at the dinner? ---- আজ রাতের
ডিনারে আমার অতিথি
হবেন কি?
Length/Distance
- দৈর্ঘ্য/দূরত্ব
কোন কিছুর দৈর্ঘ্য এবং স্থানের দূরত্বের ধারণা আমাদের চিন্তা-চেতনার পদ্ধতির সাথেই নিবিড়ভাবে জড়িত। এরূপ ধারণা
প্রকাশ করার জন্য
উপযুক্ত ভাষা-দক্ষতা না থাকলে আমরা
অনেকে মনোভাবই স্পষ্টভাবে প্রকাশ করতে পারতাম না। স্থান এবং কালের সাপেক্ষে দৈর্ঘ্য বলতে
যা বুঝায় তাকে
আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। যেমন:
tow meters
long = having the length of two metes.
a two meter
long = The stick is two meters long.
Listening
Response - শ্রোতার সাড়া
কারো কথা শুনতে গিয়ে
আমরা সব সময়ে
সাড়া প্রদান করে থাকি। এই সাড়া
প্রদানের উপায় হতে পারে মাথা নাড়ানো থেকে শুরু করে
‘হ্যাঁ’ ‘না’ ‘অবশ্যই’ ‘তা ঠিক’ ‘হুম’ ইত্যাদি। ইংরেজিতে এরূপ ক্ষেত্রে বিভিন্ন অর্থ
বুঝানোর জন্য বিভিন্ন expression ব্যবহৃত হয়। যেমন:
Yes, right
---- জ্বী, আচ্ছা
I see ---- তাই বুঝি
Strange!
---- কী অদ্ভুদ!
How funny!
---- চমৎকার তো!
Is that so!
---- তাই নাকি?
So that's
the case? ---- তাহলে
ব্যাপারটা এই?
Yes, go on.
---- হ্যাঁ, বলতে থাকো
Exactly ----
একেবারে ঠিক বলেছেন
Of course, I
will ---- অবশ্যই আমি তা করবো
That's right
---- ঠিক বলেছেন
That's
exactly the case ---- ঘটনাটি ঠিক তাই
I agree ----
আমি এটা স্বীকার করি
What! ---- কী বললে তুমি!
Oh my God!
---- হায় আল্লাহ, তাই নাকি!
Meals - আহারাদি
খাবার-দাবারের ধরন এবং পর্যায় অনুসারে তা প্রকাশ করার জন্য
উপযুক্ত শব্দ ব্যবহার করতে হয়। এখন আমরা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের
শব্দ এবং expression-এর সাথে পরিচিত হবো।
eat ---- খাওয়া
drink ---- পান করা
suck ---- চুষে নেওয়া
lick ---- লেহন করা বা চাটা
bite ---- কামড়ানো
swallow ----
গিলে ফেলা
sip ---- চুমুক
taste ---- আস্বাদন করা
chew ---- চিবানো
bite off
---- কামড়ে ছিঁড়ে নেওয়া
eat
voraciously ---- গোগ্রাসে খাওয়া
eat like a
bird ---- অল্প খাওয়া
throw up
---- বমি করা (vomit)
eat too much
---- অত্যধিক আহার করা
vegetarian
---- নিরামিষভোজী
breakfast
---- সকালের নাস্তা
lunch ---- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
dinner ---- রাতের খাবার
supper ---- দিনের শেষ খাবার
feast ---- আনন্দময় ভোজ
starve ---- অনাহারে কাটানো
fast ---- রোজা রাখা
overeat ----
অতিভোজন করা/পরিমাণে বেশি খেয়ে ফেলা
go without
food ---- না খেয়ে থাকা
Means - উপায়
কোনো কিছু করার উপায়
কিভাবে প্রকাশ করতে
হয় তা জানা
আবশ্যক। এরূপ প্রকাশভঙ্গি প্রধানত Preposition এবং Adverb-এর ব্যবহারের ওপর নির্ভরশীল।
By any means
---- যে কোন উপায়ে
By hook or
by crook ---- যে কোন ভাবেই হোক
with a stick
---- একটি লাঠির সাহায্যে
No comments