ইংরেজীতে কথা বলুন মাত্র ৩০ দিনে, ১৫তম ক্লাস

১৫তম ক্লাস

আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।

লক্ষ্য নির্ধারণ করুন, আপনি কতদিনের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কতটুকু ভালো ইংরেজি জানতে চান তা নিজে নিজেই নির্ধারণ করুন। নিজের সামনে একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনার শেখায় গতি আসবে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৫তম ক্লাস)।


machine=(মেশিন)=যন্ত্র
wash=(ওয়াশ)=ধৌত
washing=(ওয়াশিং)=ধৌত করা
washing machine=(ওয়াশিং মেশিন)=ধৌত করার যন্ত্র

now he is washing cloaths=(নাউ হি ইজ ওয়াশিং ক্লোথস)=এখন সে কাপর চোপর ধৌত করছে।

further=(ফারদার)=অধিকতর
helpful=(হেল্পফুল)=সহায়ক
It will be helpful for you=(ইট উইল বি হেল্পফুল ফর ইউ)=এটা তোমার সহায়ক হবে।

people=(পিপল)=লোক
were=(অয়্যার)=ছিল
there=(দেয়ার)=সেখানে
how many people were there?=(হাউ মেনি পিপল অয়্যার দেয়ার?)=সেখানে কতজন লোক ছিল।

my cousin=(মাই কাজিন)=আমার চাচাতো ভাই।
uncle=(আংকেল)=চাচা
father=(ফাদার)=পিতা
mother=(মাদার)=মা
elder brother=(ইল্ডার ব্রাদার)=বড় ভাই
elder sister=(ইল্ডার সিস্টার)=বড় বোন
brother in law=(ব্রাদার ইন ল)=সালা
mother in law=(মাদার ইন ল)= শ্বাশুরি মা
sister in law=(সিস্টার ইন ল)=সালিকা
Father in law=(ফাদার ইন ল)=শ্বশুর
my grand father=(মাই গ্রেন্ড ফাদার)=আমার দাদা
grend mother=(গ্রেন্ড মাদার)=দাদি
younger brother=(ইওঙ্গার ব্রাদার)=ছোট ভাই
younger sister=(ইওঙ্গার সিস্টার)=ছোট বোন
and many other people was there=(এন্ড মেনি আদার পিপল ওয়াছ দেয়ার)=এবং আরো অনেক লোক সেখানে ছিল।

ok I understand now=(ওকে আই আন্ডারস্ট্যান্ড)=ঠিক আছে আমি বুঝতে পারছি।

for mistake=(ফর মিস্টেক)=ভুলের জন্য
for this mistake=(ফর দিস মিস্টেক)=এই ভুলের জন্য
I am sorry for this mistake=(আই এম সরি ফর দিস মিস্টেক)=এই ভুলের জন্য আমি দুঃখিত।

missunderstand=(মিসআন্ডারস্ট্যান্ড)=ভুল বুঝা
don't missunderstand me=(ডন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি)=আমাকে ভুল বুঝবে না।

thanks for staying with us=(থ্যাংকস ফর স্টেয়িং উইথ আছ)=আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

I will go=(আই উইল গো)=আমি যাব।
I will go within twenty four houre=(আই উইল গো উইদিন টুয়েন্টি ফোর আওয়ার)=চব্বিশ ঘন্টার মধ্যে আমি যাব।

good night=(গুড নাইট)=শুভ রাত্রি
good night for you=(গুড নাইট ফর ইউ)=তোমার জন্য শুভ রাত কামনা করি।

luck=(লাক)=ভাগ্য
good luck=(গুড লাক)=সৌভাগ্য
I alwas wish for you good luck=(আই অলওয়াছ উইশ ফর ইউ গুড লাক)=আমি সবসময় তোমার সৌভাগ্য কামনা করি।

she is my doughter=(শি ইজ মাই ডটার)=সে আমার মেয়ে।

she is my doughter, i love her very much=(শি ইজ মাই ডটার, আই লাভ হার ভেরিমাচ)=সে আমার মেয়ে আমি তাকে খুব ভালবাসি।

good afternoon=(গুড আফটারনুন)=শুভ বিকেল
morning=(মরনিং)=সকাল
good morning=(গুড মরনিং)= শুভ সকাল
agree=(এগরি)= একমত
I am agree with you=(আই এম এগরি উইথ ইউ)=আমি তোমার সাথে একমত।

marry=(মেরি)=বিবাহ
do you want to marry=(ডু ইউ ওয়ান্ট টু মেরি?)=তুমিকি বিবাহ করতে চাও?

if so tell me=(ইফ ছো টেল মি)=যদি চাও তবে আমাকে বল।

otherwise=(আদারওয়াইছ)=অন্যথায়
otherwise i will not help you=(আদারওয়াইছ আই উইল নট হেল্প ইউ)=অন্যথায় আমি তোমাকে সাহায্য করবনা।

you will do it=(ইউ উইল ডু ইট)=তুমি এটা করবে

otherwise i will kill you=(আদারওয়াইছ আই উইল কিল ইউ)=অন্যথায় আমি তোমাকে খুন করব।

I like it just for you=(আই লাইক ইট জাস্ট ফর ইউ)=আমি এটা শুধু তোমার জন্য পছন্দ করি।

I am going to class=(আই এম গোয়িং টু ক্লাস)=আমি ক্লাসে যাচ্ছি।

now I am in class=(নাউ আই এম ইন ক্লাস)=আমি এখন ক্লাসে আছি।

I am going house=(আই এম গোয়িং হাউজ)=আমি বাড়ি যাচ্ছি।

If you say that, i am going to home it also be right=(ইফ ইউ ছে দ্যাট, i am going to home ইট অলছো বি রাইট)=তুমি যদি বল যে, i am going to home এটিও হবে।

because spoken english is not depended on grammar=(বিকউছ স্পোকেন ইংলিশ ইজ নট ডিপেন্ডেড অন গ্রামার)=কারন ইংরেজীতে কথা বলাটা কোন গ্রামারের উপর নির্ভরশীল নয়।

if you know word meaning=(ইফ ইউ নো ওয়ার্ড মিইনিং)=যদি তুমি শব্দার্থ জান।

now i want to say=(নাউ আই ওয়ান্ট টু ছে)=এখন আমি বলতে চাই।

if you read this app with significant=(ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ ছিগনিফিকেন্ট)=যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়।

you will be able to talk english insa Allah=(ইউ উইল বি এবল টু টক ইংলিশ ইনশা আল্লাহ )= তুমি ইংরেজীতে কথাবলতে সক্ষম হবে ইনশা আল্লাহ।

I promise it=(আই প্রমিজ ইট)=আমি এটার প্রতিশ্রুতি দিলাম।

I will try to bring another new english app in play store=(আই ইউল ট্রাই টু ব্রিং এনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর)=আমি প্লে ষ্টোরে আরো নতুন নতুন ইংলিশ অ্যাপ দেওয়ার চেষ্টা করব (যাতে আপনারা আরো ভালো ইংলিশ বলতে পারেন)

or it bring new with update=(অর ইট ব্রিং নিউ উইথ আপডেট)=অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে।

pray for me=(প্রে ফর মি)=আমার জন্য দোয়া করবেন

thank you for staying with this app=(থ্যাংক ইউ ফর স্টেয়িং উইথ দিস অ্যাপ)=এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

Allah hafezz=(আল্লাহ হাফেজ) =আল্লাহ্‌ হাফেজ।

একটি কথা মনেরাখবেন ,যতবেশি শব্দার্থ শিখতে পারবেন ততবেশি ইংরেজিতে কথা বলতে পারবেন।তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ্‌ হাফেজ।

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.