ইংরেজিতে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বলুন

ব্যক্তিত্ব বা Personality (পারসোনালিটি) মূলত তিন ধরনের হয়ে থাকে নিজের সম্পর্কে কথা বলতে গেলে প্রায়ই আমাদের নিজের ব্যক্তিত্ব সম্পর্কেও কথা বলার প্রয়োজন হয়ে থাকে আজকের আয়োজনে আমরা জেনে নেব ইংরেজিতে এমন কিছু বাক্য, যার সাহায্যে আপনি নিজের ব্যক্তিত্ব সম্পর্কে অন্যদের আরো স্পষ্ট ধারণা দিতে পারবেন


. Extrovert (এক্সট্রোভার্ট) : এই ব্যক্তিত্বের অধিকারীরা খুব বেশি হৈচৈ পছন্দ করেন এবং খুব সহজেই আড্ডার মধ্যমণি হয়ে ওঠেন আপনি যদি একজন Extrovert হয়ে থাকেন, তবে নিজের সম্পর্কে বলতে গেলে নিজের বাক্যগুলোর ব্যবহার করুন

‘I am really outgoing.’ (আই অ্যাম রিয়েলি আউটগোয়িং) অর্থাআমি বেড়াতে বেশ পছন্দ করিএই কথার মাধ্যমে আপনি সামনের জনকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি বাড়ি থেকে বাইরে বের হতে এবং মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন 


‘I am a gregarious person.’ (আই অ্যাম গ্রেগারিয়াস পারসন) অর্থা, ‘আমি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করিএকইভাবে এই বাক্যের মাধ্যমে আপনি যে মানুষের সঙ্গে কথা বলতে নিজের এবং তাদের চিন্তাচেতনা ভাগাভাগি করতে পছন্দ করেন, তা প্রকাশ পাবে 


‘I am a social butterfly.’ (আই অ্যাম সোশ্যাল বাটারফ্লাই) অর্থা, ‘আমি সামাজিকতা মেনে চলতে খুব পছন্দ করিবিয়ে, জন্মদিন, পুনর্মিলনীর মতন অনুষ্ঠানে আপনি সাবলীল বোধ করে থাকলে এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পছন্দ করে থাকলে এই বাক্য দিয়ে সহজেই আপনি নিজেকে প্রকাশ করতে পারেন 


‘I am very friendly.’ (আই অ্যাম ভেরি ফ্রেন্ডলি) অর্থা, ‘আমি খুবই বন্ধুবসলবাআমি খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারি
. Introvert (ইন্ট্রোভার্ট) : এই ব্যক্তিত্বের অধিকারীরা শান্ত নিরিবিলি স্বভাবের হয়ে থাকেন তাঁরা কোলাহল কিছুটা এড়িয়ে চলেন এবং বেশি মানুষের সঙ্গে মিশতে অস্বস্তি বোধ করেন আপনি একজন Introvert হলে নিজের সম্পর্কে বলুন এভাবে

‘I am kind of reserve.’ (আই অ্যাম কাইন্ড অব রিজার্ভ) অর্থা, ‘আমি একটু চাপা স্বভাবেরবাআমি সবার সঙ্গে নিজের সম্পর্কে কথা বলি না’ 


‘I like to spend time with close friends.’ (আই লাইক টু স্পেন্ড টাইম উইথ ক্লোজ ফ্রেন্ডস) অর্থা, ‘আমি শুধু আমার খুব কাছের বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করিএই বাক্যের মাধ্যমে আপনি খুব সহজেই প্রকাশ করতে পারবেন যে আপনি খুব সহজেই নতুন বন্ধু বানান না


‘I usually listen more than I speak up.’ (আই ইউজ্যুয়ালি লিসেন মোর দ্যান আই স্পিক আপ) অর্থা, ‘আমি কম কথা বলতে পছন্দ করিবাআমি যতটা না কথা বলি তার চেয়ে বেশি অন্যের কথা শুনতে পছন্দ করি
. Ambivert (অ্যাম্বিভার্ট) : Extrovert Introvert ব্যক্তিত্বের সমন্বয়ে Ambivert ব্যক্তিত্ব গঠিত হয় আপনি এই ব্যক্তিত্বের অধিকারী হলে আপনি একই সঙ্গে মানুষের সঙ্গে মিশতে এবং একা থাকতে পছন্দ করেন আপনি নিজের ইচ্ছা এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আপনার ব্যক্তিত্বের পরিবর্তন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন 

‘I alter my personality based on the situation.’ (আই অল্টার মাই পারসোনালিটি বেইজড অন দ্য সিচুয়েশন) অর্থা, ‘পরিস্থিতি অনুযায়ী আমি আমার ব্যক্তিত্বের পরিবর্তন করতে পারি’ 

‘When a topic of interest comes up I am more than happy to talk about it.’ (হোয়েন টপিক অব ইন্টারেস্ট কামস আপ আই অ্যাম মোর দ্যান হ্যাপি টু টক অ্যাবাউট ইট) অর্থা, ‘আমার আগ্রহের বিষয়ে কথা বলতে আমি খুব পছন্দ করি


‘Spending too much time with other people can be exhausting.’ (স্পেন্ডিং টু মাচ টাইম উইথ আদার পিপল ক্যান বি এক্সজসটিং) অর্থা, ‘মানুষের সঙ্গে অনেক বেশি সময় কাটানো অনেক সময় ক্লান্তিকর হতে পারে

No comments

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.