ইংরেজিতে সহজে নিজের পেশা সম্পর্কে বলুন
আমরা যখন নানা কারণে বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত হই, তখন প্রায়ই একটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হয় আর সেটি হচ্ছে, ‘আপনার পেশা কি বা আপনি কোথায় চাকরি করেন?’ ইংরেজি এই কথাটি কীভাবে বলতে হবে, সেটা নিয়ে অনেকেই নার্ভাস হয়ে পড়েন। চলুন, তাহলে আজ জেনে নেওয়া যাক ইংরেজিতে কীভাবে নিজের পেশা বা চাকরি সম্পর্কে বলতে হবে এবং পাশাপাশি জেনে নেওয়া যাক কীভাবে অন্যদের পেশা সম্পর্কে জিজ্ঞাসা করা যায়।
Question 1
What do you do? (আপনি কী করেন?)
এটি খুবই সাধারণ একটি প্রশ্ন। হয়তো আপনিও এ প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছেন। আপনিও এই প্রশ্নটি ব্যবহার করে অন্যকে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে অনেকেই ভুল করে জিজ্ঞাসা করেন যে ‘What are you
doing?’ (আপনি কী করছেন?) তার মানে হলো এই মুহূর্তে আপনি কী করছেন, তা জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন আপনি রান্না করছেন, তখন কেউ আপনাকে এই প্রশ্নটি করলে আপনি বলতে পারেন, ‘I am cooking’(আমি রান্না করছি)। সুতরাং পেশা সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে বলতে হবে ‘What do you do?’
উত্তর যেভাবে
দেবেন
আপনি যদি নিউজ রিপোর্টার বা শিক্ষক হয়ে থাকেন, তাহলে বলতে পারেন
·
I’m a teacher.
·
I’m a news reporter. (রিপোর্টার)
যদি এমন হয় যে আপনার নিজের ব্যবসা আছে, অর্থাৎ আপনি একজন Businessman (বিজনেসম্যান) বা ব্যবসায়ী এবং আপনি অন্যের অধীনে কাজ করেন না, তখন আপনি বলতে পারেন :
·
I’m self employed.
·
I’m an entrepreneur (এন্ট্রাপ্রেনার)
(আমি একজন উদ্যোক্তা)
·
I’m a businessman.
অনেক নারী আছেন যাঁরা গৃহে থাকেন, নিজের পরিবারের সদস্যদের দেখাশোনা করেন এবং গৃহের সব কাজকর্ম করে থাকেন, তাদের বলা হয় Homemaker বা Housewife। সে ক্ষেত্রে আপনি বলতে পারেন :
·
I’m a homemaker.
·
I’m a housewife.
Question 2
What do you do for a living? (জীবিকা নির্বাহের জন্য আপনি কী করেন?)
এই প্রশ্নটি সাধারণত কমবয়সীদের করা হয়। আপনি যদি এমন কাউকে এই প্রশ্নটি করেন, যে বয়সে অনেক বড় এবং কর্মক্ষেত্রে
প্রতিষ্ঠিত, তাহলে তিনি হয়তো এটাকে অপমানকর মনে করতে পারেন। সে ক্ষেত্রে আপনি এ প্রশ্নটি নতুন এবং কম বয়সী পেশাজীবী কোনো মানুষকে করতে পারেন।
উত্তর যেভাবে
দেবেন
আপনাকে এই প্রশ্নটি করা হলে যেভাবে আপনি উত্তর দিতে পারেন তা হলো :
·
I work as a teacher.
·
I work as a news reporter.
Question 3
What sort of work you do? (আপনি কোন ধরনের কাজ করেন?)
এই প্রশ্নটি করে সাধারণত আপনি কী ধরনের কাজ করেন, সে বিষয়ে প্রশ্ন করা হতে পারে। ধরুন, আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সেখানে আপনি কী ধরনের কাজ করেন, সেটা এই প্রশ্নধারা জিজ্ঞসা করা হতে পারে। আপনিও চাইলে অন্যকে তাঁর কাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করতে এই প্রশ্ন ব্যবহার করতে পারেন।
উত্তর দেবেন
যেভাবে
এই প্রশ্নের উত্তর সাধারণত বিস্তারিতভাবে
বলা হয়। যেমন ধরুন আপনি একজন শিক্ষক। সে ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ‘What do you do?’ সে ক্ষেত্রে আপনি হয়তো বলবেন, ‘I
am a teacher.’ কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ‘What sort of work you
do?’ তখন আপনাকে আরো বিস্তারিতভাবে বলতে হবে, আপনি শিক্ষক হিসেবে কী পড়ান। যেমন আপনি বলতে পারেন :
·
I teach English at the high school.
সুতরাং আপনাকে আপনার পেশা সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলতে হবে। যেমন আপনি বলতে পারেন :
·
I’m a crime reporter and I do a lot of field
work.
·
I run a retail garment store (আমি একটি খুচরা গার্মেন্ট স্টোর চালাই)
এখানে লক্ষ করে দেখুন যে কী ধরনের রিপোর্টার এবং কী কাজ করেন এবং শেষের বাক্যটিতে কী ধরনের ব্যবসা সে সম্পর্কে পরিষ্কারভাবে
বলা হচ্ছে।
Question 4
What line of work are you in?
কর্মক্ষেত্র বা working
field নানা রকম হয়ে থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং, ঔষধ শিল্প, নির্মাণ শিল্প ইত্যাদি নানা কর্মক্ষেত্র
রয়েছে। আপনি কোন ক্ষেত্রে কাজ করেন, তা এই প্রশ্নটির মাধ্যমে জিজ্ঞাসা করা হতে পারে।
উত্তর যেভাবে
দেবেন
আপনি উত্তরে বলতে পারেন :
আপনি যদি শিক্ষকতার সঙ্গে জড়িত থাকেন, তাহলে বলতে পারেন :
·
I’m into Education. (আমি শিক্ষাক্ষেত্রে জড়িত)
আপনি যদি সাংবাদিক বা কোনো মিডিয়ার সঙ্গে জড়িত থাকেন তাহলে বলতে পারেন :
·
I work for a media house.
ধরুন, আপনার নিজের ব্যবসা আছে তখন আপনি বলতে পারেন :
·
I’m into retailing construction IT.
Question 5
Whom do you work for? (আপনি কার জন্য কাজ করেন?)
এই প্রশ্নটি দ্বারা সাধারণত জানতে চাওয়া হয় আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেটির নাম কী?
উত্তর যা বলতে পারেন
শিক্ষক হলে আপনি বলতে পারেন :
·
I work for St Marry High school.
·
I’m a teacher of St Marry High school.
যেমন একজন সাংবাদিক বলতে পারেন :
·
I work for CNN.
·
I work for NTV.
এই প্রশ্নটি করা হলে আপনি I work for ….. এর পর আপনার কোম্পানির নামটি বসিয়ে উত্তর দিতে পারেন।
অন্যান্য ক্ষেত্রে
কীভাবে নিজের
পেশা সম্পর্কে
বলবেন
অনেকে হয়তো কোথাও Internship করছেন বা Training নিচ্ছেন, সে ক্ষেত্রে আপনি বলতে পারেন :
·
I’m doing an internship with an IT company.
·
I’m training to be a nurse.
ধরুন আপনি কোনো কারণে আপনার কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন, তখন আপনি বলতে পারেন :
·
I’m on a break / sabbatical.
Sabbatical বলতে বোঝায় কর্মবিরতি। যদি কোনো ব্যক্তি কোনো কারণে তার কর্মক্ষেত্র থেকে বিরতি নেয় এবং বিরতির পর আবার কাজে যোগদান করে, বিরতির সময়কে Sabbatical period বলা হয়। অনেক অফিসেই Sabbatical policy থাকে।
যদি কোনো ব্যক্তি সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে বলতে পারে :
·
I do voluntary job / social service.
এ ধরনের কাজের জন্য সাধারণত কোনো টাকা দেওয়া হয় না। মানুষ স্বেচ্ছায় তা করে থাকে।
অনেকে পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি part time job করে থাকেন। আপনার ক্ষেত্রে এমনটি হলে আপনি বলতে পারেন :
·
I work as a part timer / freelancer.
Freelancer বলতে তাদের বোঝায়, যারা কোনো প্রজেক্টে কাজ করে এবং প্রজেক্ট অনুযায়ী তাদের টাকা দেওয়া হয়।
No comments