Spoken rule (able to )
Spoken rule (able to )
Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)
✪ আমি করতে পারবো – I
will be able to do
✪ আমি আসতে পারবো – I
will be able to come
✪ আমি যেতে পারবো – I
will be able to go
✪ আমি আসতে পারবো না – I
won’t be able to come
✪ আমি যেতে পারবো না – I
won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো – I
will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না – I
won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? –
will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? –
Won’t you be able to do?
✪ রুবি আসতে পারবে –
Rubi will be able to come
✪ রুবি আসতে পারবে না –
Rubi won’t be able to come
✪ রুবি কি আসতে পারবে না? –
Won’t Rubi be able to come?
✪ আমি করতে সক্ষম হয়েছি –
I have been able to do
✪ আমি আসতে সক্ষম হয়েছি – I
have been able to come
✪ আমি করতে সক্ষম হইনি – I
haven’t been able to do
✪ সে সক্ষম হয়নি –
He hasn’t been able to do
✪ রিনা কাজটি করতে সক্ষম হয়নি –
Rina hasn’t been able to do the work
✪ আমি সমস্যাটি সমাধান করতে পারবো – I
will be able to solve the problem
✪ আমি সমস্যাটি সমাধান করতে পারবো না – I
won’t be able to solve the problem
✪ আমি সমস্যাটি সমাধান করতে সমর্থ হয়েছি – I
have been able to solve the problem
✪ সে কাজটি করতে সক্ষম হয়েছে –
He has been able to do the work
✪ সে মিটিং এ উপস্থিত হতে পারবে –
He will be able to attend the meeting
✪ সে মিটিং এ উপস্থিত হতে পারবে না –
He won’t be able to attend the meeting
✪ সে কি মিটিং এ উপস্থিত হতে পারবে না –
Won’t he be to attend the meeting?
No comments