spoken English rules ০১ থেকে ২০

স্পোকেন ইংলিশ রুল ০১ থেকে ২০
Spoken Rule-1
Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা
প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুরইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে
Structure: Subject + feel like + Verb (ing) + Extension.
Example
I feel like doing – আমার করতে ইচ্ছা করছে
I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে
I don’t feel like eating – আমার খেতে ইচ্ছা করছে না
Do you feel like eating? – তোমার কি খেতে ইচ্ছা করছে?
আমার ইংরেজি শেখার ইচ্ছা করছে
I feel like learning English.
আমার কক্সবাজার ঘুরতে মন চাইছে
I feel like roaming around in Cox’s bazaar.
আমার পাখির মত উড়তে ইচ্ছা করছে
I feel like flying like a bird.
আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে
I feel like crying for joy.
আমার আজ কোনকিছুই ভাল লাগছেনা
I don’t feel like doing anything today.
একই কথা বারবার বলতে ইচ্ছা করছেনা
I don’t feel like saying the same word time and again.
আমার এক মূহুর্তও এখানে মন টিকছেনা
I don’t feel like staying any longer here.
তোমাকে দেখে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে
I feel like dancing in happiness to see you.

Spoken Rule- 2
How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.
 Example:
কম্পিউটার শিখলে কেমন হয়?
How about learning computer?
একটু গরম গরম কফি খেলে কেমন হয়?
How about having some hot cofee?
এই বৃষ্টিতে খিচুরি খেলে কেমন হয়?
How about having hotchpotch in this rainy day?
লালবাগ কেল্লায় বিকালটা কাটালে কেমন হয়?
How about spending time in lalbag fort?
শরীরটা ম্যাজ ম্যাজ করছে, এক কাপ চা খেলে কেমন হয়?
Feeling uncomfort, how about taking a cup of tea?
বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয়?
How about hanging around the house?
পরীক্ষার পরে চিল্লায় (তাবলিগে) গেলে কেমন হয়?
How about going to tablig after exam?

Spoken Rule- 3
As well as – সেইসাথে/এটাও ওটাও
বাংলা বাক্যে দ্বারাসেইসাথে/এটাও ওটাওবুঝাতে চাইলে As well as ব্যবহার হয়
Structure: Subject + verb + as well as + Extension.
Example:
মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
The girl is beautiful as well as intelligent
সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে
He can speak in English as well as hindi.
সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও
He is a good teacher as well as good writer.
সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায়
He wants beautiful girl as well as dowry.

Spoken Rule-4
How come (কি কারনে/কিভাবে…..?)
Structure: How come + (subject + verb)
Example:
How come you are so upset? – কি কারনে তুমি এতটা হতাশ ?
How come you made a great mistake? – কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?
How come you cannot make a decision? – কি কারনে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো না ?
How come you prepare yourself for the BCS? – কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে ?
How come your company made a huge profit? – কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল ?

Spoken Rule-5
Yet to – এখনো কিছু করিনি/করেনি
বাক্যেএখনো কিছু করিনি/করেনিকিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়
Structure (গঠন) : Subject + am, is, are + yet to + verb (base form) + Ext.
Example:
আমি এখনো কাজটি করিনি
I am yet to do the work
আমি এখনো বিয়ে করিনি
I am yet to marry.
আমি এখনো নামাজ পড়িনি
I am yet to say prayer
আমি এখনো তাকে টাকা দেইনি
I am yet to give him money
আমি এখনো বাড়ি ক্রয় করিনি
I am yet to buy the house

Spoken Rule-6
Having এর ব্যবহার
কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যেইয়া/ইয়েউচ্চারিত হলে Having ব্যবহার হয়
Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Structure-2: Having+ verb (past participle)+ Ext.
 Example:
আমার ঘুমের সমস্যা হচ্ছে
I am having problem with sleep
আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with my laptop
আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike
আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে
I’m having trouble verifying my account with mobile.
কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব
Having learnt Computer I will go to America
মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব
Having got salary in this month I will buy a mobile

Spoken Rule-7
 Likely to= সম্ভাবনা
বাংলা বাক্যের শেষেসম্ভাবনাআছে/ছিল থাকলে likely to ব্যবহার হয়
Structure: Sub+ am/is/are/was/were+ likely to + verb1+ Ext.
 Example:
হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে – Hafiz is likely to get A+.
আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে – It is likely to rain today.
আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে – I am likely to get the work.
তার স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা আছে – He is likely to get scholarship.
ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল – Firoz was likely to go Rangamati.
তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল – You were likely to get the job.

Spoken Rule-8
 I wish I could (আমি যদি….পারতাম)
Structure: I wish I could + Verb (base form)+ Ext.
 Example:
আমি যদি পাখির মত উড়তে পারতাম !
I wish I could fly like a bird!
আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম !
I wish I could work for my country!
আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম !
I wish I could travel around the world.
আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম !
I wish I could maintain a good health!
আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম!
I wish I could be the president of the country!

Spoken Rule-9
 Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
Structure: Subject + Used to + Verb (base form) + Ext.
 Example
I used to develop websites
আমি ওয়েবসাইট তৈরী করতাম
I used to live in Canada
আমি কানাডায় বাস করতাম
I used to go to the park
আমি পার্কে যেতাম
I used to recite the Holy Quran
আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম

Spoken Rule-10
Let alone = তো দুরের কথা
প্রয়োগক্ষেত্র : কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যেতো দুরের কথাথাকলে Let alone ব্যবহার হয়
Structure: Subject + verb + easy task + let alone + hard task
Example
তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না
You will not be able to kill a cat let alone tiger
সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না
He cannot speak English let alone write
আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা
I can’t drive Cycle let alone a Motorcycle
সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না
He will not be able to pass the exam let alone stood first.

Spoken Rule-11
Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.
Example:
লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win
হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.
তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.
নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.
চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.
অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently

Spoken Rule-12
 About to……..
 (প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)
Structure: sub+ auxiliary verb+ about to+ verb (base form)+ Ext.
 Example:
আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die
আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম
I was about to fall asleep.
আমি প্রায় পৌছে গিয়েছিলাম
I was about to reach
চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম
I was about to catch the thief.
আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম
I was about to call you
আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম
I was about to get the job.

Spoken Rule-13
Spoken rule: What if
What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:
What if I miss the bus? = কি হতো যদি আমি বাসটি মিস করতাম?
What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়? 
What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

Spoken Rule- 14
It’s high time- ইহাই উপযুক্ত সময়.
Structure : It’s high time to + verb+ extension
এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়
it’s high time to solve this problem.
ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়
It’s high time to learn English.
তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়
It’s high time to build your carrier.
ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার
it’s high time to put away our bad habits.

Spoken Rule- 15
Having a hard time – কঠিন মনে হওয়া
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.
Example:
I’m having a hard time spending with you- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে
I’m having a hard time explaining the issue- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে
I’m having a hard time finding the right answer- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে

Spoken Rule-16
I’m dying to + (verb)
Example:
I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি
I’m dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি
I’m dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না
I’m dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি
  
Spoken Rule-17
Supposed to…..(হওয়ার কথা…. করার কথা)
Structure: Sub + am, is, are, was, were + supposed to+ verb1+ ext.
Example:
আমার তার সঙ্গে দেখা করার কথা
I’m supposed to meet him.
আমার বাড়ির কাজ করার কথা
I am supposed to do homework.
তোমার আমাকে ফোন করার কথা ছিল
You were supposed to call me over the phone.
এখানে এটা থাকার কথা নয়
It’s not supposed to be here.
আমার কিছু পান করার কথা না
I’m not supposed to drink anything.
আমাদের কি করার কথা?
What are we supposed to do?

Spoken rule-18
Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)
Structure: Sub + able to + verb (base form)+ ext.
আমি করতে পারবো – I will be able to do
আমি আসতে পারবো – I will be able to come
আমি যেতে পারবো – I will be able to go
আমি আসতে পারবো না – I won’t be able to come
আমি যেতে পারবো না – I won’t be able to go
আমি কাজটি করতে পারবো – I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না – I won’t be able to do the work
তুমি কি করতে পারবে? – will you be able to do?
তুমি কি করতে পারবে না? – Won’t you be able to do?

Spoken rule-19
(am to….is to ) করতে হয়…….যেতে হয়……..
Structure: Sub + am to + verb (base form)
আমাকে করতে হয়- I am to do.
আমাকে যেতে হয়- I am to go.
তাকে করতে হয়- He is to do.
জনিকে করতে হয়- Jony is to do.
আমাকে কাজটি করতে হয় – I am to do the work.
আমাকে বাসে যেতে হয়- I am to go by bus.
ছেলেটিকে আমার সাহায্য করতে হয়- I am to help the boy.

Spoken Rule-20
Had better (বড়ং…..)
Structure: Sub + had better + verb (base form)+ Ext.
তুমি বড়ং আগামীকাল যেও
You had better go tomorrow
আমরা বড়ং হাটতে বেরোই
We had better go for walk.
টিপুর বড়ং খেলতে যাওয়া উচিত
Tipu had better go for play
রফিকের বড়ং কাজটি করা উচিত
Rafiq had better to the work
তোমার বড়ং উকিলের সাথে পরামর্শ করা উচিত
You had better consult a lawyer.

4 comments:

  1. Most very very very useful for learning English beginners. Thanks a lot for making like this blogside. Have you got adsense account ?

    ReplyDelete
  2. It very useful but can I take PDF file

    ReplyDelete
  3. It very useful but can I take PDF file

    ReplyDelete
  4. Nice Blog! Searching for spoken english coaching in Panchkula? Our expert trainers focus on improving pronunciation, vocabulary, grammar, and conversational skills, ensuring you speak English fluently and accurately. Whether you're a student, professional, or homemaker, our personalized programs cater to all proficiency levels. Interactive sessions, group discussions, and role-plays create a practical learning environment to refine your speaking abilities. With a proven track record of success, our coaching instills confidence and helps you excel in interviews, presentations, and daily conversations.

    ReplyDelete

Featured post

English Grammar & Composition For Class 1 & 2

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.